মুদি পণ্যের পাইকারি মার্কেট চকবাজার

নির্বাচিত পোস্ট মুদি পণ্য

বিজনেস বিডি গিয়েছিল দেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকার চক বাজারে। সব ধরনের পণ্যের বহু পাইকারি দোকান রয়েছে এখানে।

মেসার্স মীম এন্টারপ্রাইজে পাবেন পাইকারি দামে বিভিন্ন ধরণের মনিহারী পণ্য। এসব পণ্য কিনে আপনার এলাকায় শুরু করতে পারেন নিত্য পণ্যের সাপ্লাইয়ের ব্যবসা। এ ব্যবসায় লাভ ৪ গুণ পর্যন্ত। এ মার্কেটে সুপার গ্লু ৩ টাকা, মাঝুনী ৪ টাকা, ব্লেড ১ টাকায় পাওয়া যায়।

চকবাজারের মেসার্স মীম এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ মহসীন বিজসেন বিডিকে জানিয়েছেন বেশ কয়েকটি পণ্যের দাম।

মুদি পণ্যের পাইকারি মার্কেট চকবাজার নিয়ে ভিডিও:

পণ্য কিনতে যোগাযোগ করতে পারেন:

মেসার্স মীম এন্টারপ্রাইজ

২/১ বেগম বাজার, ফয়েজ ম্যানশন, ঢাকা ১২১১

মোবাইল: 02 5731 3617, 01712 427 060

ঘোষণা:
বিভিন্ন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে বেকার, নতুন ব্যবসায়ী এবং আগ্রহীদের সুবিধার জন্য কেবলমাত্র তথ্য দিতেই আমাদের এই উদ্যোগ। কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষকে আলোচনা করে নিতে অনুরোধ জানানো হচ্ছে। অনাকাঙ্খিত কোন পরিস্থিতির দায় Business BD কর্তৃপক্ষ নেবে না।

নতুন ব্যবসা শুরু করতে আপনি আরো খুঁজতে পারেন:

dhaka chowk bazar wholesale market, dhaka chowk bazar, wholesale market, mim enterprise, চকবাজার, ঢাকা চকবাজার, হোলসেল মার্কেট