আপনাদের ধারণা দেব ইসলামিক পণ্য নিয়ে ব্যবসা শুরু করার বিষয়ে। দেশে সব সময়ই টুপি, তজবী, জায়নামাজ, রুমাল, আতর ইত্যাদি পণ্যের চাহিদা অনেক।
তাই যদি আপনি নতুন ব্যবসা শুরুর কথা চিন্তা করেন, তাহলে এই পণ্যগুলো নিয়ে নিশ্চিন্তে ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো পাইকারি দামে এসব পণ্য কিনবেন কোথা থেকে?
এজন্যই আপনাদের নিয়ে এসেছি, রাজধানী ঢাকার চকবাজারের শাহী জামে মসজিদ মার্কেটে। ইসলামিক পণ্যের হোলসেল মার্কেট হিসেবে এখানকার বেশ নাম রয়েছে।
মার্কেটটির এ এইচ ট্রেডার্সে পাইকারি দামে পাবেন সব ধরণের ইসলামিক পণ্য। এখানে টুপি ৩ টাকা, তজবী ৪ টাকা, জায়নামাজ ৬০ টাকায় পেয়ে যাবেন।
ইসলামিক পণ্যের পাইকারি মার্কেট নিয়ে ভিডিও:
পণ্য কিনতে যোগাযোগ করতে পারেন:
এ এইচ ট্রেডার্স
৫৫/৮ চক সার্কুলার রোড (শাহী মসজিদের নিচে)
চকবাজার, ঢাকা ১২১১
মোবাইল: 01937 81 99 77, 01814 21 55 46
ঘোষণা:
বিভিন্ন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে বেকার, নতুন ব্যবসায়ী এবং আগ্রহীদের সুবিধার জন্য কেবলমাত্র তথ্য দিতেই আমাদের এই উদ্যোগ। কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষকে আলোচনা করে নিতে অনুরোধ জানানো হচ্ছে। অনাকাঙ্খিত কোন পরিস্থিতির দায় Business BD কর্তৃপক্ষ নেবে না।
নতুন ব্যবসা শুরু করতে আপনি আরো খুঁজতে পারেন:
ইসলামি পণ্যের পাইকারি দোকান, টুপির হোলসেল মার্কেট, জায়নামাজের পাইকারি মার্কেট, তসবীর পাইকারি মার্কেট, আতরের পাইকারি মার্কেট, মসজিদ মার্কেট, এ এইচ ট্রেডার্স, মেসওয়াক, ইসলামিক ব্যবসা, ইসলামিক শপ, আতর, islamic product wholesale market in bd, islamic product, islamic shop, islamic business, islamic cap, a h traders