চলছে গরমকাল। তাই পোশাকের দোকানগুলোতে এখন শুধুই গরমের কালেকশন। সুতি কাপড়ে বাহারি ডিজাইনের সে সব কালেকশন যে কাউকে মুগ্ধ করবে।
সেই সঙ্গে যদি দাম টা হয় একেবারে হাতের নাগালে তাহলে তো সোনায় সোহাগা! হ্যাঁ দর্শক, বিজনেস বিডি গিয়েছিল গরমে মেয়েদের দারুণ কিছু পোশাকের কালেকশনের সন্ধানে।
রাজধানীর সদরঘাটের লেডিস পার্ক হকার্স মার্কেট মেয়েদের সব ধরনের পোশাকের পাইকারি মার্কেট। এখানে একেবারে কম মূল্যে পাবেন একেবারে নবজাতক কণ্যাশিশু থেকে শুরু করে বড় মেয়েদের এক পিচ কামিজ, টপস, স্কার্ট, গাউনসহ নানা পোশাক। যা নিয়ে খুব সহজেই শুরু করা যায় নতুন ব্যবসা।
লেডিস পোশাকের পাইকারি মার্কেট নিয়ে ভিডিও:
পণ্য কিনতে যোগাযোগ করতে পারেন:
মাহিদ ফ্যাশন
লেডিস পার্ক হকার্স মার্কেট
দোকান নং- ২৬৩, গলি নং- ৫, ব্লক- সি
সদরঘাট, ঢাকা ১১০০
মোবাইল: 01732-425601, 01709-134466
ঘোষণা:
বিভিন্ন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে বেকার, নতুন ব্যবসায়ী এবং আগ্রহীদের সুবিধার জন্য কেবলমাত্র তথ্য দিতেই আমাদের এই উদ্যোগ। কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষকে আলোচনা করে নিতে অনুরোধ জানানো হচ্ছে। অনাকাঙ্খিত কোন পরিস্থিতির দায় Business BD কর্তৃপক্ষ নেবে না।
নতুন ব্যবসা শুরু করতে আপনি আরো খুঁজতে পারেন:
লেডিস পোশাকের হোলসেল মার্কেট, বাচ্চাদের পোশাক, লেডিস আইটেম, পোশাকের পাইকারি মার্কেট, মাহিদ ফ্যাশন, লেডিস পার্ক মার্কেট, ladies dress wholesale market in dhaka, ladies dress