ইলেকট্রিক পণ্য খুবই লাভজনক একটি আইটেম। এসব পণ্যের চাহিদা সারা বছরই থাাকে।
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে রয়েছে ইলেকট্রিক পণ্যের বেশ কয়েকটি পাইকারি দোকান। এখানে পণ্য পাওয়া যায় সুলভ মূল্যে।
ঢাকার অন্যান্য এলাকায় কিংবা যেকোন জেলা শহরে আপনিও শুরু করতে পারেন পাইকারি বা খুচরা ব্যবসা।
ইলেকট্রিক পণ্যের পাইকারি ব্যবসায়ীদের মতে, এ ব্যবসায় খুব সহজেই অল্প পুঁজি নিয়ে অধিক লাভ করা সম্ভব। কারণ খুচরা বাজারের থেকে পাইকারি মার্কেটে ইলেকট্রিক পণ্যের দাম অর্ধেক আবার কিছু সময় তিন ভাগের এক ভাগ।
তাই বেকার বসে না থেকে খুব সহজেই শুরু করা যায় ইলেকট্রিক পণ্যের ব্যবসা।
হোলসেল দামে ইলেকট্রিক পণ্য নিয়ে বিজসেন বিডি’র ভিডিও:
পণ্য কিনতে যোগাযোগ করতে পারেন:
নাফিজা ইলেকট্রিক
দোকান: ১০, (৬ নম্বর গেটের ডান পাশে)
সুন্দরবন স্কয়ার মার্কেট (নিচতলা), গুলিস্তান, ঢাকা
মোবাইল: 01941 084 579, 01848 346 741
সতর্কতা-
বেকার, নতুন ব্যবসায়ী এবং আগ্রহীদের সুবিধার জন্য কেবলমাত্র তথ্য দিতে, বিভিন্ন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে আমাদের ভিডিওগুলো তৈরী করা হয়। কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষকে আলোচনা করে নিতে অনুরোধ জানানো হচ্ছে। অনাকাঙ্খিত কোন পরিস্থিতির দায় Business BD কর্তৃপক্ষ নেবে না।
নতুন ব্যবসা খুঁজতে আরো সন্ধান করতে পারেন: