ব্যাগের ব্যবহার আগের তুলনায় এখন অনেক বেড়েছে। রাস্তায় বের হলে বেশিরভাগ মানুষের কাছেই দেখা যায় নানা ধরনের ব্যাগ।
বিশেষ করে মহিলারা ব্যাগ ব্যবহারে আজকাল বেশ সৌখিন। তাই তো লেডিস ব্যাগের চাহিদা এখন তুঙ্গে। দেশে এই ব্যাগগুলো তৈরী হচ্ছে বলে দামও খুব কম। তাই মুড়ি মুড়কির মতো এখন ব্যাগ বিক্রি হচ্ছে দেশের যে কোন মার্কেটে।
রাজধানীর চক বাজারে রয়েছে পাইকারি ব্যাগের বিশাল সম্ভার। চক বাজারের খাজা মার্কেটের মা ব্যাগ হাউজে আপনি পাবেন ছেলেদের মানিবাগ, বেল্ট, স্কুলের ব্যাগসহ লেডিস ব্যাগের দারুণ কালেকশন। এ
খান থেকে পাইকারি ব্যাগ কিনে আপনিও শুরু করতে পারেন খুচরা ব্যবসা।
লেদার আইটেমের হোলসেল মার্কেট নিয়ে বিজনেস বিডি ভিডিও:
পণ্য কিনতে যোগাযোগ করতে পারেন:
মা ব্যাগ হাউজ
দোকান: ১০, জি এস সুপার মার্কেট
চকবাজার, ঢাকা ১২১১
01740 638 998, 01758 920 074
সতর্কতা- বেকার, নতুন ব্যবসায়ী এবং আগ্রহীদের সুবিধার জন্য কেবলমাত্র তথ্য দিতে, বিভিন্ন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে আমাদের ভিডিওগুলো তৈরী করা হয়। কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষকে আলোচনা করে নিতে অনুরোধ জানানো হচ্ছে। অনাকাঙ্খিত কোন পরিস্থিতির দায় Business BD কর্তৃপক্ষ নেবে না।
লেদার আইটেমের হোলসেল মার্কেট, bag wholesale shop dhaka, ladies bag wholesale market, ladies bag, bag business, ma bag house, bag design, bag wholesale market bangladesh, chawkbazar bag market, ব্যাগ হোলসেল মার্কেট চকবাজার, মা ব্যাগ হাউজ, চক বাজার ব্যাগ মার্কেট, ব্যাগের ব্যবসা, ব্যাগের পাইকারি মার্কেট, ব্যাগের পাইকারি দোকান