হার্ডওয়্যারের পাইকারি মার্কেট

নির্বাচিত পোস্ট হার্ডওয়্যার

আরো একটি নতুন ব্যবসাার ধারণা দিতে আমরা এসেছি রাজধানী ঢাকার ইমামগঞ্জে। এখানে রয়েছে হার্ডওয়ার সামগ্রীর বেশ কয়েকটি পাইকারি মার্কেট।

এসব মার্কেট থেকে পণ্য কিনে আপনার জেলা শহরে খুব সহজেই শুরু করতে পারেন হার্ডওয়ারের ব্যবসা। কারণ বিভিন্ন জেলা এবং উপজেলা শহরে হার্ডওয়্যারের ব্যবসার বেশ কদর রয়েছে। যেহেতু এ ব্যবসা শুরুর জন্য একটু বেশী মূলধনের দরকার হয়, তাই অনেকেই এটি শুরু করতে পারেন না।

এ কারণেই তুলনামূলক হার্ডওয়্যারের ব্যবাসার প্রতিদ্বন্দ্বী কম। এ বিষয়ে ধারণা দিতে আমরা এসেছি মো. মাইনুদ্দিন সুমনের মালিকানাধীন মেসার্স শামীর আরা হার্ডওয়ারে। মো. শহিদুল ইসলাম আমাদের বেশ কিছু পণ্যের দাম জানিয়েছেন।

হার্ডওয়্যারের পাইকারি মার্কেট নিয়ে বিজনেস বিডি’র ভিডিও:

পণ্য কিনতে যোগাযোগ করতে পারেন:

শামীর আরা হার্ডওয়ার

২৩/২, ইমামগঞ্জ বাজার লেন ইমামগঞ্জ, ঢাকা ১২১১

মোবাইল: 01401 090 964, 02 57 31 32 33

ঘোষণা:
বিভিন্ন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে বেকার, নতুন ব্যবসায়ী এবং আগ্রহীদের সুবিধার জন্য কেবলমাত্র তথ্য দিতেই আমাদের এই উদ্যোগ। কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষকে আলোচনা করে নিতে অনুরোধ জানানো হচ্ছে। অনাকাঙ্খিত কোন পরিস্থিতির দায় Business BD কর্তৃপক্ষ নেবে না।

নতুন ব্যবসা শুরু করতে আপনি আরো খুঁজতে পারেন:

hardware wholesale market in bangladesh, hardware wholesale market in dhaka, hardware item wholesaler in bd, hardware importer in bangladesh, nawabpur hardware market, tools bd, hardware unboxed, hardware, হার্ডওয়্যার পাইকারি মার্কেট, হার্ডওয়্যার ব্যবসা, হার্ডওয়্যার মালামাল, হার্ডওয়্যার সামগ্রী, হার্ডওয়ার মালামাল, হার্ডওয়ার দোকানের ব্যবসা, হার্ডওয়ার হোলসেল মার্কেট, তালার পাইকারি মার্কেট, তালা চবি