মানিব্যাগের পাইকারি মার্কেট

অন্যান্য

দেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা চক বাজার। এখান থেকেই সারা দেশে অধিকাংশ পণ্য সরবারহ হয়। আজ আপনাদের খোঁজ দেব মানিব্যাগের একটি পাইকারি দোকানের।

মেসার্স আলম স্টোর ঢাকা চকবাজার পাইকারি মার্কেটের একটি মানিব্যাগের দোকান। আপনি চাইলে খুব অল্প দামে এখান থেকে মানিব্যাগ কিনে আজই শুরু করতে পারেন ব্যবসা। প্রতিষ্ঠনটির কর্ণধার মোহাম্মদ নূরুল আলম জানান, মানিব্যাগ ব্যবসা খুবই লাভজনক।

মানিব্যাগ ছাড়াও এখানে পাইকারি দামে বিভিন্ন ধরণের বেল্টও পাওয়া যায় বলে জানিয়েছেন তিনি। মানিব্যাগ অনলাইন ব্যবসার জন্য খুব লাভজনক একটি আইটেম। অল্প পুঁজিতে সহজেই এ ব্যবসা শুরু করা যায়।

মানিব্যাগের পাইকারি মার্কেট নিয়ে ভিডিও:

আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে:

মেসার্স আলম স্টোর

দোকান নং: ১২০; চক বাজার, ঢাকা।

মোবাইল: 01974 63 40 40

ঘোষণা:
বিভিন্ন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে বেকার, নতুন ব্যবসায়ী এবং আগ্রহীদের সুবিধার জন্য কেবলমাত্র তথ্য দিতেই আমাদের এই উদ্যোগ। কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষকে আলোচনা করে নিতে অনুরোধ জানানো হচ্ছে। অনাকাঙ্খিত কোন পরিস্থিতির দায় Business BD কর্তৃপক্ষ নেবে না।

Announcement:
Our initiative is only to provide information for the benefit of unemployed, new traders and interested people by visiting different markets and business establishments. Both parties are requested to discuss the purchase and sale of any product. Business BD authorities will not take responsibility for any unforeseen circumstances.

নতুন ব্যবসা শুরু করতে আপনি আরো খুঁজতে পারেন:

MONEY BAG WHOLSEAL MARKET IN BD, Wallet, Wallet WHOLSEAL MARKET IN BD, wallet bd video, Wallet business in bd, ওয়ালেট, ওয়ালেট ডিজাইন, কম দামে ওয়ালেট, মানি ব্যাগ, ওয়ালেট ব্যবসা, ওয়ালেট ভিডিও, ওয়ালেটের পাইকারি মার্কেট, মানি ব্যাগের পাইকারি মার্কেট