চকলেটের হোলসেল মার্কেট

নির্বাচিত পোস্ট মুদি পণ্য

চকলেট পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া দায়। তাই ব্যবসা করার জন্য চকলেট খুবই লাভজনক একটি আইটেম।

আর পণ্য যদি সরাসরি হোলসেল দোকান থেকে কেনা যায় তাহলে লাভের পরিমাণ আরো বেশি। আজ আপনাদের ধারণা দেব চকলেটের হোলসেল মার্কেট সম্পর্কে।

তাই আমরা এসেছি রাজধানী ঢাকার চকবাজারের ফয়েস ম্যানশনে। মেসার্স রহিমা স্টোর থেকে কয়েকটি চকলেট আইটেমের দাম সম্পর্কে জেনেছি। চকলেটের পাইকারি দোকানটিতে পাওয়া যাবে ডেইরি মিল্ক ২ টাকা, লাভ ক্যান্ডি ৯৬ পয়সা এবং পালস্ ৩৭ পয়সায়।

চকলেটের হোলসেল মার্কেট নিয়ে ভিডিও:

পণ্য কিনতে যোগাযোগ করতে পারেন:

মেসার্স রহিমা স্টোর

২/১, ফয়েস ম্যানশন, বেগম বাজার

চকবাজার, ঢাকা ১২১১

মোবাইল: 01857 551 351, 01892 573 880

ঘোষণা:
বিভিন্ন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে বেকার, নতুন ব্যবসায়ী এবং আগ্রহীদের সুবিধার জন্য কেবলমাত্র তথ্য দিতেই আমাদের এই উদ্যোগ। কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষকে আলোচনা করে নিতে অনুরোধ জানানো হচ্ছে। অনাকাঙ্খিত কোন পরিস্থিতির দায় Business BD কর্তৃপক্ষ নেবে না।

নতুন ব্যবসা শুরু করতে আপনি আরো খুঁজতে পারেন:

চকলেটের হোলসেল মার্কেট, চকলেট, চকোলেট, ডেইরি মিল্ক, চকলেটের পাইকারি মার্কেট, চকবাজার চকলেট মার্কেট, চকলেট ব্যবসা, চকলেটের দাম, চকলেটের দোকান, পালস চকলেট, চকো চকো, চকোলেটের হোলসেল দোকান, chocolate wholesale market in dhaka, chocolate, chocolate business, chocolate shop, chocolate price bd, online chocolate shop, bd chocolate market, kit kat, dairy milk