চকলেটের পাইকারি মার্কেট

নির্বাচিত পোস্ট মুদি পণ্য

চকলেট পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া যায় না। তাই চকলেটের ব্যবসা সারা বছরই থাকে জমজমাট। নতুন ব্যবসা শুরুর জন্য চকলেট খুবই লাভজনক একটি আইটেম।

আর পণ্য যদি সরাসরি হোলসেল দোকান থেকে কেনা যায় তাহলে লাভের পরিমাণ আরো বেশি। আজ আপনাদের ধারণা দেব চকলেটের হোলসেল মার্কেট সম্পর্কে। তাই বিজনেস বিডি গিয়েছিল রাজধানী ঢাকার চকবাজারের ফয়েস ম্যানশনে। এখানে চকলেটের পাশাপাশি পাবেন মনিহারি আইটেম।

মার্কেটটির অনিক স্টোরের কর্ণধার মো. সোহেল রানা বিজনেস বিডি’কে জানিয়েছেন কয়েকটি চকলেট এবং মনিহারি আইটেমের দাম সম্পর্কে। মনিহারি এবং চকলেটের হোলসেল দোকান থেকে পণ্য কেনা যায় পানির দামে। এখানে ডেইরি মিল্ক ২ টাকা, পালস ৪২ পয়সা, লাভ ক্যান্ডি ১ টাকায় পাওয়া যাবে।

চকলেটের পাইকারি মার্কেট নিয়ে বিজনেস বিডি’র ভিডিও:

পণ্য কিনতে যোগাযোগ করতে পারেন:

অনিক স্টোর

২/১ বেগম বাজার, ফয়েজ ম্যানশন

চকবাজার, ঢাকা

মোবাইল: 01677 630 461, 01710 853 487

ঘোষণা:
বিভিন্ন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে বেকার, নতুন ব্যবসায়ী এবং আগ্রহীদের সুবিধার জন্য কেবলমাত্র তথ্য দিতেই আমাদের এই উদ্যোগ। কোন পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষকে আলোচনা করে নিতে অনুরোধ জানানো হচ্ছে। অনাকাঙ্খিত কোন পরিস্থিতির দায় Business BD কর্তৃপক্ষ নেবে না।

নতুন ব্যবসা শুরু করতে আপনি আরো খুঁজতে পারেন:

চকলেটের হোলসেল মার্কেট, চকলেট, চকোলেট, ডেইরি মিল্ক, চকলেটের পাইকারি মার্কেট, চকবাজার চকলেট মার্কেট, চকলেট ব্যবসা, চকলেটের দাম, চকলেটের দোকান, পালস চকলেট, চকো চকো, চকোলেটের হোলসেল দোকান, অনিক স্টোর, anik store, chocolate wholesale market in dhaka, chocolate, chocolate business, chocolate shop, chocolate price bd, online chocolate shop, bd chocolate market, kit kat, dairy milk